https://web.facebook.com/GausiaCommitteeBangladesh.org |
হযরত আবু বকর সিদ্দীক রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহুর উরস শরীফ অনুষ্ঠিত
আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া
ট্রাস্ট, চট্টগ্রাম-এর ব্যবস্থাপনায় ষোলশহর আলমগীর খানকাহ্ শরীফে গত ২৮
ফেব্রুয়ারি অদ্বিতীয় আশিকে রাসূল হযরত আবু বকর সিদ্দীক (রাদ্বিয়াল্লাহু
আনহু) এর উরসে পাক উপলক্ষে খতমে কুরআন, খতমে মাজমুয়ায়ে সালাওয়াতে রাসূল,
খতমে গাউসিয়ায়ে আলিয়া শরীফ, আলোচনা সভা ও মীলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া
কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুফতী সৈয়্যদ মুহাম্মদ অছিয়র রহমান।
উদ্বোধনী বক্তব্য রাখেন শেরে মিল্লাত শাইখুল হাদীস আল্লামা মুফতী মুহাম্মদ
ওবাইদুল হক নঈমী। প্রধান অতিথির বক্তব্য রাখেন আনজুমান ট্রাস্টের
সেক্রেটারী জেনারেল আলহাজ্ব মুহাম্মদ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন
আনজুমান ট্রাস্টের এডিশনাল জেনারেল সেক্রেটারী আলহাজ্ব মোহাম্মদ
সামশুদ্দিন, জয়েন্ট জেনারেল সেক্রেটারী আলহাজ্ব মোহাম্মদ সিরাজুল হক, প্রেস
এ- পাবলিকেশন সেক্রেটারী আলহাজ্ব অধ্যাপক মোহাম্মদ শামসুর রহমান ও গাউসিয়া
কমিটি বাংলাদেশের নেতৃবৃন্দ। আলোচনা করেন জামেয়ার মুহাদ্দিস মাওলানা হাফেয
মুহাম্মদ আশরাফুজ্জামান আলকাদেরী।
সঞ্চালনা করেন জামেয়ার ইসলামের ইতিহাস
বিভাগের অধ্যাপক আলহাজ্ব মাওলানা মোহাম্মদ ইলিয়াছ আলকাদেরী উপস্থিত ছিলেন
উপাধ্যক্ষ মাওলানা ড. মুহাম্মদ লিয়াকত আলী, মুহাদ্দিস মাওলানা হাফিয
মোহাম্মদ সোলায়মান আনসারী, মুফাসসির মাওলানা কাজী মোহাম্মদ ছালেকুর রহমান
আলকাদেরী, ঢাকা মুহাম্মদপুর কাদেরিয়া তৈয়্যবিয়া কামিল মাদরাসার মুহাদ্দিস
মাওলানা মুহাম্মদ জসিম উদ্দীন আল আযহারী, মাওলানা গোলাম মোস্তফা মোহাম্মদ
নুরুন্নবী, মাওলানা মীর মোহাম্মদ আলাউদ্দীন, মাওলানা মুহাম্মদ জিয়াউল হক,
মাওলানা আবুল আসাদ মুহাম্মদ জোবাইর রজভী, মাওলানা মুহাম্মদ সাইফুদ্দিন
খালেদ, মাওলানা মুহাম্মদ তারেকুল ইসলাম, মাওলানা মুহাম্মদ জামাল উদ্দীন,
মাওলানা ছৈয়দ মুহাম্মদ ইউনুচ রজভী, মাওলানা মোহাম্মদ আতাউর রহমান নঈমী,
মাওলানা মুহাম্মদ জহুরুল আনোয়ার, মোহাম্মদ মনোয়ার হোসোইন চৌধুরী, মোহাম্মদ
আবদুর রাজ্জাক, মাওলানা মুহাম্মদ মনযুর রশিদ চৌধুরী, মুহাম্মদ মাঈনুল
ইসলাম, মাওলানা মুহাম্মদ নঈমুল হক, ক্বারী মোহাম্মদ ইব্রাহিম প্রমুখ।
আলোচকরা বলেন, খলীফাতুর রাসূল সৈয়্যদুনা
হযরত আবু বকর সিদ্দীক রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু হযরত
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু তা‘আলা আলায়হি ওয়াসাল্লামের বাল্যকালের বন্ধু
ছিলেন। হিজরতকালে সাওর পর্বতের গুহার সাথী ও হিজরত পরবর্তী জিহাদের ময়দানে
সহযোদ্ধা ছিলেন। ইসলাম প্রচারে দূরদর্শিতা, সত্যবাদিতা ও ত্যাগের জন্য তিনি
সর্বোচ্চ মর্যাদার অধিকারী হয়ে প্রধান খলিফার পদে অধিষ্ঠিত হন। ইন্তিকাল
পরবর্তীও তিনি হযরত রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু তা‘আলা আলায়হি ওয়াসাল্লামের
পাশে চিরশায়িতের অন্যতম। আলোচকরা তাঁর জীবনাদর্শ অনুসরণের আহবান জানান।
মীলাদের পর মুনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা মুফতী সৈয়্যদ মুহাম্মদ
অছিয়র রহমান। মাহফিল শেষে তাবারুক বিতরণ করা হয়।
0 Comments