Recents in Beach

২৩ জুন ওরসে হযরত সিরিকোটি ও খতমে গিয়ারভী শরীফ


 

ওরসে হযরত সিরিকোটি ও খতমে গিয়ারভী শরীফ!
আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় আগামী ২৩ জুন ২০২১ ইং, ১১ যিলক্বদ ১৪৪২ হিজরী, বুধবার জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া'র প্রতিষ্ঠাতা, কুতুবুল আউলিয়া, ৩৮তম আওলাদে রাসুল ﷺ, আল্লামা, হাফেজ, ক্বারী সৈয়্যদ আহমদ শাহ্ সিরিকোটি (রা.)'র ৬২ তম সালানা ওরস মোবারক স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন কর্মসূচী যথাযোগ্য মর্যাদা সহকারে ষোলশহরস্থ জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া সংলগ্ন আলমগীর খানকা-এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়াতে উদযাপিত হবে।
এতে উপস্থিত থাকবেন দেশবরেণ্য ওলামায়ে কেরাম, লেখক, গবেষক ও দূরদূরান্ত থেকে আসা হাজার হাজার পীর-ভাইগণসহ বিশিষ্ট জনেরা। উক্ত সালনা ওরশ মোবারকে আপনি/আপনারা উপস্থিত হয়ে আউলিয়ায়ে কেরামের ফয়ুজাত হাসিল করুন।
জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া সংলগ্ন আলমগীর খানকা-এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া,
সৈয়্যদ আহমদ শাহ্ (রা.) সড়ক, ষোলশহর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
সকাল ০৮টা হতে আলমগীর খানকা - এ - কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া চট্টগ্রাম-এ খতমে কোরআন মাজীদ, খতমে বুখারী শরীফ ও খতমে মজমুওয়ায়ে সালাওয়াতে রাসূল ﷺ , পবিত্র খতমে গিয়ারভী শরীফ এবং বাদে যোহর মুনাজাতের মাধ্যমে ১ম পর্বের কর্মসূচী সমাপ্ত হবে।
বাদে আছর হতে মাশায়েখ হযরাতে কেরামের জীবন আলোচনা, সালাত ও সালাম, আখেরী মোনাজাত এবং বাদ-এ- নামাজে এশা তাবারুক বিতরণের মাধ্যমে ওরশ মোবারকের কর্মসূচী সমাপ্ত হবে।

Post a Comment

0 Comments