Gausia Committee Bangladesh |
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহি রেখে যান।
মঙ্গলবার মরহুমের গ্রামের বাড়ি পটিয়ার হুলাইনে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফনের কথা রয়েছে।
তিনি গাউসে জমান তৈয়্যব শাহ কেবলার একনিষ্ঠ মুরিদ ছিলেন এবং হযরাতে কেরামের বিভিন্ন দিক-দর্শন নিয়ে পত্র-পত্রিকায় তাঁর অনেক লেখনী রয়েছে। দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত থাকার পর তিন রমজান রাত্রে তিনি ইন্তেকাল করেছেন। মহান আল্লাহ তা'আলা যেন তাকে হযরাতে কেরামের ফয়ুজাত দান করেন এবং জান্নাতে উচ্চ মকামে আসীন করেন। আমিন.
https://web.facebook.com/GausiaCommitteeBangladesh.org
0 Comments