মহান আল্লাহ সুরা কাহাফের ৪৫ নম্বর আয়াতে বলেছেন,
“তাদের কাছে পার্থিব জীবনের উপমা তুলে ধরুন। পার্থিব জীবন পানির মত, যা আমি আকাশ থেকে নাযিল করি। পানি বর্ষণের ফলে শ্যামল সবুজ ভূমিজ লতা-পাতা গজিয়ে ওঠে; কিন্তু এরপর তা এমন শুস্ক চুর্ণ-বিচুর্ণ হয় যে, বাতাসে উড়ে যায়। আল্লাহ এ সবকিছুর উপর শক্তিমান।”
“তাদের কাছে পার্থিব জীবনের উপমা তুলে ধরুন। পার্থিব জীবন পানির মত, যা আমি আকাশ থেকে নাযিল করি। পানি বর্ষণের ফলে শ্যামল সবুজ ভূমিজ লতা-পাতা গজিয়ে ওঠে; কিন্তু এরপর তা এমন শুস্ক চুর্ণ-বিচুর্ণ হয় যে, বাতাসে উড়ে যায়। আল্লাহ এ সবকিছুর উপর শক্তিমান।”
facebook.com/gausiacommitteebangladesh.org |
0 Comments